আজ শুক্রবার জুমআর বয়ানে হিজাব প্রসঙ্গে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন বলেন, আমাদের দেশের কিছু মানুষ বিভিন্ন সময় হিজাব নিয়ে নানান ধরনের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে থাকেন এটা কাম্য নয়। নওগাঁয় হিজাব নিয়ে যা হয়েছে অন্যান্য যায়গায়ও যদি এমন হয় তাহলে দেশে অশান্তি বিরাজ করবে মন্তব্য করে বাইতুল মোকাররমের খতিব সরকারকে নওগাঁর ঘটনায় স্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
খুতবা পূর্ব বয়ানে বাইতুর মোকাররমের খতিব হিজাব পরে যাঁরা স্কুল, কলেজ, ভার্সিটিতে আসতে চায় তাদের যেনে বাঁধা দেওয়া না হয়। বরং তারা সম্মানের সাথে নির্বিঘ্নে আসতে পারে সে ব্যাপারে স্পষ্ট নির্দেশনা প্রদানের দাবী জানান।
অনুলিখন: মাওলানা তাসনীম। শিক্ষক, গওহরডাঙ্গা মাদরাসা।
Leave a Reply