হাটহাজারী মাদরাসার পূর্ণাঙ্গ মহাপরিচালক হিসেবে হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাফিযাহুল্লাহুকে নির্বাচিত করায় মজলিসে শুরাকে মুবারকবাদ জানিয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।
আজ ৯ জুন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও সেক্রেটারী মুফতি আ ফ ম আকরাম হুসাইন প্রেরিত শুভেচ্ছাবার্তায় তারা এ মুবারকবাদ জ্ঞাপন করেন।
তারা বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্বপ্ন বাস্তবায়নের জন্য আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ যোগ্য-অভিজ্ঞ ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। মজলিসে শুরা একটি যুগোপযোগী চমৎকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুরার এমন সিদ্ধান্তে সংশ্লিষ্ট সকলকে আমরা মুবারক জানাই।
তারা নবনিযুক্ত পূর্ণাঙ্গ মুহতামিমের জন্য দোয়া করেন। আল্লাহ তায়া’লা হযরতকে পূর্ণ সুস্থতার সাথে উম্মুল মাদারিসসহ দীনের বহুমুখী খেদমত আঞ্জাম দেওয়ার তাওফিক দান করুন, আমিন।
গত পরশু অনুষ্ঠিত মজলিশে শূরার বৈঠকে ভারমুক্ত করে মাওলানা ইয়াহইয়া সাহেবকে পূর্ণাঙ্গ মুহতামিম ঘোষণা করা হয়।
Leave a Reply