বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব ও গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন সাহেব দা বা আজ এক বিবৃতিতে বলেন সিলেট বিভাগে স্মরনকালের সব চেয়ে বড় বন্যা হচ্ছে সিলেটসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও নদী ভাঙনের কারনে মানুষ কল্পনাতীত দূর্ভোগ ও দূর্ভোগের সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় দেশের সকলকে তিনি তাওবার ডাক দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার হাত বাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।
জাতীয় মসজিদের খতীব আল্লামা মুফতি রুহুল আমীন সাহেব আরো বলেন, মহান আল্লাহ তায়ালা যে বিপর্যয় দিয়েছেন তা আমাদের হাতের কামাই। অতএব আল্লাহর কাছে কায়মনোবাক্যে তওবা করতে হবে। কৃত পাপের জন্য অনুতপ্ত হতে হবে।
Leave a Reply