এম এম নাজমুল আদীব-স্টাফ রিপোর্টারঃ
গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার বাদ মাগরিব উসমানীয়া কওমিয়া আরাবিয়া মাদরাসায় মাওলানা আবু বকর সাহেবের সভাপতিত্বে মজলিসে দাওয়াতুল হকের বিশেষ পরামর্শ সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি নেয়ামাতুল্লাহ আল ফরিদী। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও শরীয়তপুর জেলার সর্বস্তরের উলামা ও আইম্মায়ে মাসাজিদ প্রমুখ।
আজকের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি নেয়ামাতুল্লাহ আল ফরিদী জীবনের সর্বক্ষেত্রে সুন্নাহ পালনের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করেন। উলামায়ে দেওবন্দের চতুর্মাত্রিক দ্বীনি খেদমতের কথা তুলে ধরেন এবং তাদের রেখে যাওয়া পদাঙ্ক অনুসরণ করার প্রতি উৎসাহ প্রদান করেন।
সর্বশেষ উপস্থিত সকলের পরামর্শ ও সম্মতিতে মাওলানা আবু বকর সাহেবকে আমীর, মুফতি শফিউল্লাহ খান সাহেবকে সিনিয়র নায়েবে আমির ও আরো নয়জন নায়েবে আমির এবং কয়েকজনকে সদস্য হিসেবে একটি কমিটি ঘোষণা করেন।
—————–
কুরআন-সুন্নাহর আলোকে সংবাদ প্রচার নীতিমালার প্রতি লক্ষ্য রেখে কাজ করছে একঝাঁক সংবাদকর্মী। সত্য-সঠিক, বস্তুনিষ্ঠ যে কোন সংবাদ জানতে- জানাতে নিয়মিত লগইন করুন Sunnah24.com
আপনার শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোন সংবাদ প্রচারে আমাদের সাথে যোগাযোগ করুন।
শুভেচ্ছান্তে-
আ ফ ম আকরাম হুসাইন
সম্পাদক, সুন্নাহ টোয়েন্টিফোর ডটকম
Leave a Reply