কওমী অঙ্গন অনেক আগে থেকেই সমৃদ্ধ আলহামদুলিল্লাহ। এ অঙ্গনে ইতোপূর্বেও শায়খ আহমদুল্লাহ ছিল। নতুন প্রজন্মের অনেকেই সেই মানবসেবক মুফতি শহীদুল ইসলামকে চিনে না। আল মারকাযুল ইসলামীর মাধ্যমে তার হাজারো সেবাকর্মে সমকালীন ওলামায়ে কেরাম ও দুঃস্থ-অসহায় মানুষ প্রচুর সাহায্য-সহযোগিতা পেয়েছে। তার সেই অসামান্য অবদানের মূল্যায়ন প্রয়োজন।
এ প্রজন্মের শায়খ আহমদুল্লাহও কওমীর কৃতি সন্তান। আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর মানবসেবা অবশ্যই প্রশংসনীয়। চলমান হঠাৎ বন্যায় সবার আগে চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ানোর অবদান কখনো ভুলবার নয়।
তবে এমন বহু মানবসেবক এ অঙ্গনে তৈরী হতে পারে। প্রয়োজন দুটি বস্তুর।
এক.
পেছন থেকে টেনে নামানোর মানসিকতা পরিহার করা। যারা এগুলো করতে ভালবাসে, তাদেরকে এড়িয়ে চলা। তাদের কথায় কর্ণপাত না করা।
দুই.
একটু উদারতার মানসিকতা লালন করা। সকলের সেবাকর্মের প্রচার করা।
আমাদের হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন এর মাধ্যমে মাওলানা মুহাম্মদ রজীবুল হক, তাকওয়া ফাউন্ডেশনের মাওলানা গাজী ইয়াকুব, People’s Improvement Society Of Bangladesh Pisob এর মাধ্যমে মাওলানা ইমরান হুসাইন হাবিবি সহ অনেকে অনেক খেদমত করে যাচ্ছে৷
সেই বিভীষিকাময় রজনীর পর আহত-নিহতদের পাশে কে ছিল জানেন কি?
বলুন তো, করোনা মহামারীর মহা দুর্যোগে জাতির আস্থার প্রতীক কে ছিলেন?
আমাদের ছোট্ট ইমরানের কাজ সুপ্রসিদ্ধদের চেয়ে খুব একটা কম না। সময় হলে তাদের কার্যক্রমগুলো দেখুন। অবাক না হয়ে পারবেন না।
কিন্তু দুঃখের কথা হল-
ক) আমরা এগুলো দেখি না। মিডিয়ায় অপ্রকাশিত বহু বিশাল কর্মযজ্ঞের খোঁজ রাখি না। এগুলোর মূল্যায়ন করি না।
খ) আমাদের লোকেরা মিডিয়ায় তাদের খেদমতের প্রচার করলে ইখলাছের বয়ান দেই। রিয়াকারীর তোহমত দেই।
মূলতঃ আমরা আমাদের মানুষদেরকে পরিচিত করাতে বড়ই বখিল কিংবা বড্ড কিপ্টা….
…………………………..
কুরআন-সুন্নাহর আলোকে সংবাদ প্রচার নীতিমালার প্রতি লক্ষ্য রেখে কাজ করছে একঝাঁক সংবাদকর্মী। সত্য-সঠিক, বস্তুনিষ্ঠ যে কোন সংবাদ জানতে- জানাতে নিয়মিত লগইন করুন Sunnah24.com
আপনার শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোন সংবাদ প্রচারে আমাদের সাথে যোগাযোগ করুন।
শুভেচ্ছান্তে-
আ ফ ম আকরাম হুসাইন
সম্পাদক, সুন্নাহ টোয়েন্টিফোর ডটকম
Leave a Reply