গত ১৭ রমজানের তারাবিহর পঠিত অংশ হতে…
বিয়ে করার পরীক্ষিত আমল
মাদয়ানে যাওয়ার পর হযরত মুসা আ. এর সামনে নানা ধরনের সংকট দেখা দিল। আল্লাহর কাছে হাত পাতলেন। ফরিয়াদ জানালেন:
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
উচ্চারণ-
‘রাব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর’
অর্থ: হে আমার রব, আপনি যে কল্যাণ আমাকে দিবেন আমি সে কল্যাণসমূহের খুব মুখাপেক্ষী।
-সূরা কাসাস ২৪
এ দুআর বরকতে হযরত মূসা আ. এর ৬টি লাভ হল-
১। বিয়ের বন্দোবস্ত হল সময়ের শ্রেষ্ঠ পরিবারে হযরত শুআইব আ. এর কন্যার সঙ্গে।
২। একজন দীনদার স্ত্রী জুটলো।
৩। আবাসন সংকট দূর হল।
৪। কর্মসংস্থানের ব্যবস্থা হল।
৫। উত্তম আত্মীয়তার বন্ধনের মাধ্যমে সামাজিক মূল্যায়নও বৃদ্ধি পেল।
৬। খেদমতে খলক বা সৃষ্টির সেবার নগদ মূল্যায়ন অর্জিত হল।
টিপস- এই দোয়ার মাধ্যমে দ্রুত উত্তম বিয়ের বন্দোবস্ত হয়ে যায়।
Leave a Reply