1. admin@sunnah24.com : admin : Akram Hussain
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বময় প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রচার আমাদের উদ্দেশ্য ও স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবায়নে পরীক্ষামূলক সম্প্রচার।

ফিলিস্তিনের আল-আকসায় নামাজরত মুসল্লীদের ওপর ইসরাঈলি বাহিনির হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ

  • শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৫৫ বার পড়া হয়েছে

গত শুক্রবার ভোরে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হামলায় ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি মুসলমান আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ। গতকাল গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও সেক্রেটারী জেনারেল মুফতি আ ফ ম আকরাম হুসাইন বলেন, ইসরায়েল ন্যাক্কারজনকভাবে ফিলিস্তিনের রোযাদার ও নামাজরত মুসল্লীদের ওপর হামলা করেছে। এমন বর্বর ও নিষ্ঠুর হামলায় শুধু ফিলিস্তিন নয়; গোটা পৃথিবীর মুসলমানরা আহত হয়েছে। তাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে।

তারা বলেন, ইসরাইলের এ হামলা নতুন নয়। গত বছর রমজান মাসেও তারা আল আকসার নিরস্ত্র-নিরীহ মুসল্লীদের ওপর হামলা চালিয়েছিল। প্রতিবছরই মুসলমানদের ইবাদত-বন্দেগীর পরিবেশ নষ্ট করছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। তাদের এসব সন্ত্রাসবাদ দমনে বিশ্ব সম্প্রদায়কে স্থায়ী পদক্ষেপ নেওয়া উচিৎ।

নেতৃদ্বয় আরো বলেন, গত বছর রমজান মাসে আল আকসায় হামলার প্রতিবাদে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ‘আমরা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা ফিলিস্তিনসহ বিশ্বের যেকোনো দেশে এ ধরনের জঘন্যতম হামলার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ শেখ হাসিনা চিঠিতে আরও লিখেছেন, ‘আমার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আল-আকসা মসজিদ এলাকায় বর্বরোচিত হামলায় নিরীহ মুসল্লি ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করছি।’
প্রধানমন্ত্রী স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সে দেশের সরকার ও জনগণের লক্ষ্য অর্জনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর এই দাবীর সাথে ইমাম পরিষদ একমত পোষণ করে এ বিষয়ে আন্তর্জাতিকভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
© sunnah24 2022 All rights reserved
Theme Customized By BreakingNews