ভ্রান্ত ও বাতিল মতবাদিদের ব্যাপারে কোন আয়োজন করলেই একটা কমন প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা এ কাজগুলো কেন করছি?আরও তো বহু কাজ আছে? ইত্যাদি ইত্যাদি।
আরও বহু কাজ আছে এ প্রশ্নের সাথে একমত। আলহামদুলিল্লাহ ওই কাজগুলো আমাদেরই কিছু ভাই আঞ্জাম দিচ্ছেন। আমরা তাদের কাজগুলো সমর্থন করি এবং বিভিন্ন সময়ে তাদের ওইসব কাজে সহযোগী হওয়ার চেষ্টা করি।
বাকি থাকল আমাদের আকীদা ও বিশ্বাস নিয়ে অপপ্রচারকারীদের ব্যাপারে কাজ করা,তাদের অভিযোগ খন্ডন করা, তাদের ভ্রান্তি ও বিচ্যুতির ব্যাপারে উম্মাহকে সতর্ক ও সাবধান করা এটাও একটা কাজ আর একাজটাই আমরা করে যাওয়ার চেষ্টা করছি।
সুতরাং অন্যান্য কাজের মতো এটাকেও দ্বীনি কাজ মনে করলে প্রশ্ন করা বা অভিযোগ করার কথা নয় বরং সহযোগী হওয়ার কথা।
আর যদি এটাকে কাজই মনে না করেন তাহলে আপনি আপনার পথে চলুন আমাদেরকে আমাদের পথে চলতে দিন।
আমাদের কেউ কেউ সময়োপযোগীতা নিয়ে আলাপ তোলেন। চলমান পরিস্থিতিতে এগুলো দরকার কিনা এ প্রশ্ন উত্থাপন করেন!
তাদের উদ্দেশ্যে আমাদের আকাবীরদের মধ্য থেকে সাইয়েদ হোসাইন আহমদ মাদানি রহ.কে উপমা হিসেবে সামনে আনতে চাই। তিনি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চলকালেও এসব বিষয় কে গুরুত্ব দিয়েছেন এবং সমানতালে কাজ চালিয়ে গেছেন। উনার গ্রন্থ ও বক্তব্য আজও আমাদের জন্য পাথেয় হিসেবে রয়েছে। পরিবেশ পরিস্থিতি ওই সময়ের চেয়ে এখন বেশি খারাপ এমনটা আশা করি বলার সুযোগ নেই।
সুতরাং কাজগুলো সবগুলোই করতে হবে। একটা করতে যেয়ে অপরটা ছেড়ে দেয়ার বা বাদ দেয়ার কোন সুযোগ নেই।
আজ দ্বীনি মাদারেসগুলোতে আকীদা ও আমাল নিয়ে নিয়মতান্ত্রিক কাজ উঠে যাওয়ায় আমাদের অনেক ছেলে বিভিন্ন বাতিল মতবাদে জড়িয়ে পড়ছে। আকাবীর আসলাফদের ব্যাপারে যাচ্ছেতাই মন্তব্য করছে। ক্ষেত্র বিশেষ তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলতেও পিছপা হচ্ছেনা।
সুতরাং আসুন প্রতিপক্ষ না হই একে অপরের সহযোগী হই। হক ও হক্কানিয়ত প্রতিষ্ঠায় কাজ করে যাই। আল্লাহ আমাদের কবুল করুন।
আগামীকাল সবাইকে আমাদের দিনব্যাপী হানাফি কনফারেন্সে সবাইকে দাওয়াত।
————–
কুরআন-সুন্নাহর আলোকে সংবাদ প্রচার নীতিমালার প্রতি লক্ষ্য রেখে কাজ করছে একঝাঁক সংবাদকর্মী। সত্য-সঠিক, বস্তুনিষ্ঠ যে কোন সংবাদ জানতে- জানাতে নিয়মিত লগইন করুন Sunnah24.com
আপনার শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোন সংবাদ প্রচারে আমাদের সাথে যোগাযোগ করুন।
শুভেচ্ছান্তে-
আ ফ ম আকরাম হুসাইন
সম্পাদক, সুন্নাহ টোয়েন্টিফোর ডটকম
Leave a Reply