আজ মক্কা মুকাররমার পবিত্র মসজিদে হারামে পূর্বের সিডিউল অনুযায়ী জুমার ইমামতি করছিলেন শাইখ মাহির আল মুয়াইকিলী। যিনি শুধু মুখে নয় বরং দিল থেকে কুরআন তিলাওয়াত করে থাকেন। নামাযে খুশু খুজু তথা বিনয় ও একাগ্রচিত্তায় তাঁর দৃষ্টান্ত খুঁজে পাওয়া খুবই দুষ্কর। অভিজ্ঞ ব্যক্তিমাত্রই এ কথার সাথে সহমত পোষণ করবেন।
শাইখ খুতবা শেষ করে যথারীতি নামাযের ইমামতি শুরু করে দিয়েছিলেন। কিন্তু সূরায়ে ফাতিহার ৪র্থ আয়াত إيَّاكَ نَعبُدُ وَإيَّاكَ نَستَعِينُ পাঠ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। হঠাত তাঁর প্রেসার লো হয়ে যায়। ফলে কোনোক্রমেই তাঁর পক্ষে ইমামতি করা সম্ভব হচ্ছিল না।
পেছনের সারিতে ইমামের বরাবর দাঁড়িয়েছিলেন ইমামুল হারামাইন শাইখ আবদুর রহমান সুদাইস। শরীয়ার বিধান অনুযায়ী তিনি সামনে অগ্রসর হন এবং সূরাতুল ফাতিহার ৫ম আয়াত إهدِنَا الصَّرَاطَ المُستَقِيمَ থেকে তিলাওয়াত করে অবশিষ্ট নামায ইমামতির মাধ্যমে সম্পন্ন করেন।
ঘটনাচক্র হলেও আজকে শায়খ আব্দুর রহমান আস সুদাইস এর ইমামতিতে জুমার নামাজ আদায় করার সৌভাগ্য হয়ে গেল আমাদের আলহামদুলিল্লাহ।
ফিকহের কিতাবে বর্ণিত নামাযের উপরোক্ত পদ্ধতি
কালে ভদ্রেই সংঘটিত হয়ে থাকে। তাও আবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর পবিত্র কাবায়। যা রীতিমত দুর্লভ বলা চলে।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে তাঁর পবিত্র ঘরে হাজিরা বারবার দেওয়ার তাওফীক দান করেন। আমীন।
লেখক- প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মারকাযুল উলুম আল ইসলামিয়া, বনশ্রী ঢাকা।
………………………………….
কুরআন-সুন্নাহর আলোকে সংবাদ প্রচার নীতিমালার প্রতি লক্ষ্য রেখে কাজ করছে একঝাঁক সংবাদকর্মী। সত্য-সঠিক, বস্তুনিষ্ঠ যে কোন সংবাদ জানতে- জানাতে নিয়মিত লগইন করুন Sunnah24.com
আপনার শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোন সংবাদ প্রচারে আমাদের সাথে যোগাযোগ করুন।
শুভেচ্ছান্তে-
আ ফ ম আকরাম হুসাইন
সম্পাদক, সুন্নাহ টোয়েন্টিফোর ডটকম
Leave a Reply