হিজাব পরে স্কুলে আসায় ছাত্রীদেরকে পিটিয়ে জখম করার ঘটনা নারী অধিকার, ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও সেক্রেটারী মুফতি আ ফ ম আকরাম হুসাইন বলেন, কোমলমতি ছাত্রীরা ধর্মীয় বিধান পর্দা রক্ষায় হিজাব পরে স্কুলে আসায় তাদের পিটিয়ে জখম করার ঘটনা নারী অধিকার ক্ষুণ্ণ, পোশাক পড়ার অধিকার ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।
তারা আরো বলেন, উক্ত ঘটনা ইঙ্গিত করে ধর্মীয় বিদ্বেষ লালন করে ধর্ম পালনের অধিকার হরণের অপচেষ্টার মাধ্যমে একটা দুষ্টু চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশেকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালিয়ে থাকতে পারে। এ ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। তারা সরকারের প্রতি নওগাঁর মহাদেবপুরে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদনী পালকে অপসারণ করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
Leave a Reply