1. admin@sunnah24.com : admin : Akram Hussain
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বময় প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রচার আমাদের উদ্দেশ্য ও স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবায়নে পরীক্ষামূলক সম্প্রচার।

কুরআনের পর অন্য ধর্মগ্রন্থ পাঠ করা হয় এমন অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করার হুকুম কী?

  • শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

কুরআনের পর অন্য ধর্মগ্রন্থ পাঠ করা হয় এমন অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করার হুকুম কী?

প্রশ্ন

যে মজলিসে কুরআন তিলাওয়াতের পর ত্রিপিটক পাঠ হয়, বা হিন্দুদের গীতা পাঠ হয়, এমন অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করার হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

এমন অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করা কুরআনে কারীমের মতো পবিত্র ও ঐশী গ্রন্থকে অপমান করার নামান্তর।

এছাড়া এভাবে প্রথমে কুরআন তিলাওয়াত তারপর ত্রিপিটক ও গীতা পাঠের মাধ্যমে কুরআনকে ত্রিপিটক ও গীতা সমপর্যায়ের কিতাব মনে করার মতো একটি সম্ভাবনা তৈরী হয়। যা খুবই মারাত্মক পর্যায়ের গোমরাহী ও কুফরী।

তাই এসব অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করা জায়েজ নয়।

الْكَلَامُ مِنْهُ مَا يُوجِبُ أَجْرًا كَالتَّسْبِيحِ وَالتَّحْمِيدِ وَقِرَاءَةِ الْقُرْآنِ وَالْأَحَادِيثِ النَّبَوِيَّةِ وَعِلْمِ الْفِقْهِ، وَقَدْ يَأْثَمُ بِهِ إذَا فَعَلَهُ فِي مَجْلِسِ الْفِسْقِ وَهُوَ يَعْلَمُهُ لِمَا فِيهِ مِنْ الِاسْتِهْزَاءِ وَالْمُخَالَفَةِ لِمُوجِبِهِ، (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الرابع فى الصلاة والتسبيح الخ-5/315)

(وَالْكَلَامُ مِنْهُ) أَيْ بَعْضُهُ (مَا يُؤْجَرُ بِهِ كَالتَّسْبِيحِ وَنَحْوِهِ) كَالتَّحْمِيدِ وَالتَّكْبِيرِ وَالتَّهْلِيلِ وَالصَّلَاةِ عَلَى النَّبِيِّ – عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ – وَالْأَحَادِيثِ النَّبَوِيَّةِ وَعِلْمِ الْفِقْهِ قَالَ اللَّهُ تَعَالَى {وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ} [الأحزاب: 35] الْآيَةَ (وَقَدْ يَأْثَمُ بِهِ) أَيْ بِالتَّسْبِيحِ وَنَحْوِهِ (إذَا فَعَلَهُ فِي مَجْلِسِ الْفِسْقِ وَهُوَ يَعْلَمُهُ) لِمَا فِيهِ مِنْ الِاسْتِهْزَاءِ وَالْمُخَالَفَةِ لِمُوجَبِهِ (مجمع الأنهر فى شرح ملتقى الأبحر، كتاب الكراهية، فصل فى المتفرقات-2/551)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
প্রধান মুফতি, জামি’আতুস সুন্নাহ ঢাকা

————-

কুরআন-সুন্নাহর আলোকে সংবাদ প্রচার নীতিমালার প্রতি লক্ষ্য রেখে কাজ করছে একঝাঁক সংবাদকর্মী। সত্য-সঠিক, বস্তুনিষ্ঠ যে কোন সংবাদ জানতে- জানাতে নিয়মিত লগইন করুন Sunnah24.com
আপনার শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোন সংবাদ প্রচারে আমাদের সাথে যোগাযোগ করুন।
শুভেচ্ছান্তে-
আ ফ ম আকরাম হুসাইন
সম্পাদক, সুন্নাহ টোয়েন্টিফোর ডটকম

ভাল লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
© sunnah24 2022 All rights reserved
Theme Customized By BreakingNews