আগামী ২৯/০৯/২০২২ইং রোজ বৃহস্পতিবার থেকে, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী ১৯তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা। এই ইজতিমাকে কেন্দ্র করে সেন্টারের পক্ষ থেকে নেয়া বাড়তি প্রস্তুতি।
এক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে থাকছে মেহমান রিসিপশন, প্রাক্তন বরণ, শবগুজারি ও আপ্যায়নের ব্যবস্থা।
সভাপতিত্ব করবেন- সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী হাফিজাহুল্লাহ।
ইজতিমা সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন করেছেন বসুন্ধরা প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর মাদরাসা ঢাকার শিক্ষক মুফতি কামরুল ইসলাম ও সেক্রেটারী, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসা ঢাকার শিক্ষক মুফতি জসীমউদ্দিন খান।
বি,দ্র. ইজতিমাটি শুধুমাত্র উলামায়ে কেরামের জন্য।
Leave a Reply