ভারতে বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাযি. এর শানে কটুক্তিকারীদের মৃত্যুদণ্ড প্রদান ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামীকাল বাদ জুমা ঢাকা লালবাগ-কামরাঙ্গীরচর বেড়ীবাধ সংলগ্ন মেইনরোডে [লোহারব্রীজে] বিক্ষোভ সমাবেশ ডেকেছে নবীপ্রেমিক তাওহিদীজনতা। উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
নবীর প্রেমে উজ্জীবিত হয়ে ঈমানী দাবীতে সর্বস্তরের মুসলমানকে উক্ত সমাবেশে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও সেক্রেটারী মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি ফয়জুুল্লাহ বিন মুখতার,মুফতি সাইফুুুল্লাহ নোমানী, মুুফতি সালীমুল্লাহ খান, মুফতি ইসমাঈল, মুফতি আমানুুল্লাহ বসন্তপুরী প্রমুুখ।
Leave a Reply