কারো বব্যক্তিগত জীবনের তথ্য অন্যের কাছে আমানত। কোন শরয়ী বা দুনিয়াবী প্রয়োজন ছাড়া তা প্রচার করা উক্ত সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ব্যতিরেকে জায়েজ নয়।
আলেম মানেতো জ্ঞানী। আলেম হবে ব্যক্তিত্ববান। আত্মমর্যাদাবান। গায়রতওয়ালা। যিনি হবেন অনুসরণীয়। আদর্শ। যার কাজকর্ম উম্মতের জন্য হবে অনুকরণীয়।
কে বিয়ে করলেন? কততম বিয়ে করলেন? এটাও কি কোন আলেমের অহেতুক পোস্ট করার জিনিস?
জনসম্মুখে কী করা উচিত আর কী করা উচিত নয়? কী বলা যায়, কতটুকু বলা যায়? কী বলা যায় না? এতটুকু না বুঝলে এসব লোকদের উচিত ঘরবন্দী থাকা। মুখে তালার ব্যবস্থা রাখা।
আল্লাহ মাফ করুন। ক্ষমা করুন। মিথ্যা বলা ও মিথ্যা প্রচার ও অহেতুক কাজ থেকে রব্বে কারীম আমাদের মাহফূজ রাখুন। আমীন।
———
কুরআন-সুন্নাহর আলোকে সংবাদ প্রচার নীতিমালার প্রতি লক্ষ্য রেখে কাজ করছে একঝাঁক সংবাদকর্মী। সত্য-সঠিক, বস্তুনিষ্ঠ যে কোন সংবাদ জানতে- জানাতে নিয়মিত লগইন করুন Sunnah24.com
আপনার শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোন সংবাদ প্রচারে আমাদের সাথে যোগাযোগ করুন।
শুভেচ্ছান্তে-
আ ফ ম আকরাম হুসাইন
সম্পাদক, সুন্নাহ টোয়েন্টিফোর ডটকম
Leave a Reply