1. admin@sunnah24.com : admin : Akram Hussain
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বময় প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রচার আমাদের উদ্দেশ্য ও স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবায়নে পরীক্ষামূলক সম্প্রচার।

কারাবন্দী আলেমদের মুক্তি দিলে সরকার ও দেশের জন্য ভালো হবে

  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

মাওলানা আব্দুল হামীদ মুধপুরী বলেছেন, ঈদের আগেই মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি দিলে সরকার ও দেশের জন্য ভালো হবে। উলামায়ে কেরাম নির্দোষ। তাদের মুক্ত করে দিয়ে নাস্তিকদের পক্ষ পরিহার করুন। অন্যথায় এ দেশের তাওহিদি জনতা আপনাদের সমুচিত জবাব দিবে।

সোমবার (১০ এপ্রিল) বাদ আসর রাজধানীর একটি রেস্টুরেন্টে শায়খুল হাদীস পরিষদের উদ্যোগে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী উলামায়ে কেরামের মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। শায়খুল হাদীস পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা এহসানুল হকের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষকতা মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, শায়খুল হাদীস পরিষদের সহ-সভাপতি মাওলানা মাহবুবুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তাফাজ্জুল হোসেন মিয়াজি, বিশিষ্ট লেখক মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা লুৎফুর রহমান ফরাজি, শায়খুল হাদীস পরিষদের সহ-সভাপতি মাওলানা মুহসিনুল হাসান, মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবুল হাসানাত জালালী।

কারাবন্দী আলেমদের বিষয়ে মাওলানা মাহফুজুল হক বলেন, আল্লাহর পছন্দনীয় প্রায় সকল বান্দাই জেল খেটেছেন। ভারতবর্ষের প্রায় সকল আকাবির জেল খেটেছেন। এটা স্বাভাবিক বিষয়, এটা আলোচনার বিষয় নয়। বরং আলোচনা করতে হবে আমাদের যে দায়িত্ব ছিল কারাবন্দীদের উপর, কারাবন্দীদের পরিবারের উপর, আমরা সে দায়িত্ব কতটুকু পালন করলাম? সে চেতনা জাগিয়ে তুলতে চায় শায়খুল হাদীস পরিষদ। আপনারা নিজেদের ভালো বুঝুন, অনেক বড় সুযোগ পেয়েছেন, সে সুযোগ কাজে লাগান। নয়তো পরিণতি দেখার অপেক্ষায় থাকুন।

হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিস্তারিত তালিকা দিয়েছি।

কার নামে কী মামলা, কোথায় আছেন, কেমন আছেন স্ববিস্তারে? প্রথমে নাম ছিল মাওলানা মামুনুল হকের। আমরা তাদের কারাগারের ন্যায্য অধিকার দাবি করেছি, কোনো করুণা নয়। সবার মামলায় জামিন হয়, বড় বড় সন্ত্রাসীরাও জামিন পায়, শুধু মামুনুল হকের সময় ভিন্ন নীতি। মনে করবেন না, হেফাজত আন্দোলন করতে জানে না। আন্দোলন করার অভিজ্ঞতা হেফাজতের রয়েছে। আমাদের মহাসচিব ঘোষণা করেছেন, আমাদেরকে রাজপথে আন্দোলনে বাধ্য করবেন না৷ আপনারা সঠিক সিদ্ধান্ত নিন। নয়তো দেখা হবে ঈদের পর ইনশাআল্লাহ!

সভাপতির বক্তব্যে মাওলানা তাফাজ্জুল হক আজিজ বলেন, দু’আ মুমিনের সর্বোচ্চ হাতিয়ার। আজ দু’আ থেকেও আমরা বিচ্ছিন্ন। আমাদের দু’আর আমল বাড়াতে হবে। আজ মামুনুল হক জেলে থাকায় তাঁর যতটুকু ক্ষতি হচ্ছে তার থেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের। তাই আমাদেরকে মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তির জন্য সর্বাত্মক সংগ্রামে অবতীর্ণ হতে হবে।

ভাল লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর
© sunnah24 2022 All rights reserved
Theme Customized By BreakingNews