দেশের ঐতিহ্যবাহী দ্বীনি মারকায আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, আমাদের অন্যতম রাহনুমা আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রজিউন।
হযরতের রূহের মাগফেরাত কামনায় আজ ২১ জুন মঙ্গলবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সেক্রেটারী মুফতি আ ফ ম আকরাম হুসাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে মুনাজাত পরিচালনা করেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসা ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাজেদুর রহমান ফয়েজী।
দোয়াপূর্ব আলোচনায় মুফতি আ ফ ম আকরাম হুসাইন বলেন, আল্লামা আব্দুল হালীম বোখারী ছিলেন বাংলাদেশের ইলমী জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। গভীর জ্ঞান সম্পন্ন একজন পণ্ডিত আলেম। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ছিলেন। ২০০৮ সাল থেকে আমৃত্যু আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব ছিলেন তিনি। তার মৃত্যুতে জাতি একজন রাহবারকে হারালো।
হযরত বুখারী রহ. শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতি, ইসলামি সম্মেলন সংস্থা বাংলাদেশ ও বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার সভাপতি এবং জামিয়া পটিয়ার মুখপাত্র মাসিক আত তাওহীদের প্রধান সম্পাদক।
২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের স্বীকৃতি প্রদানের নিমিত্তে আল হাইআতুল উলয়া গঠিত হলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, মুফতি জাকির বিল্লাহ ও মুফতি রফিকুল ইসলাম বিন্নুরী ও হাফেজ আব্দুল আলীম প্রমুখ।
Leave a Reply