এম এম নাজমুল আদীব [শরীয়তপুর জেলা প্রতিনিধি] গতকাল ১৮ এপ্রিল সোমবার শরীয়তপুর জেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান আংগারিয়া জামিয়া উসমানিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানটি শরীয়তপুর জেলার দ্বীনি মারকাজ। নূরানী, হিফজ, ক্বেরাত বিভাগসহ দাওরায়ে হাদীস পর্যন্ত কিতাব বিভাগ রয়েছে। এ প্রতিষ্ঠানের বার্ষিক ব্যয় প্রায় এক কোটি টাকা। যা এ জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অনুদান হিসেবে এসে থাকে।
আজকের ইফতার মাহফিলে জামেয়ার বিভিন্ন রুমসহ সামনের বিশাল প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রায় দুই হাজারের মতো লোকের সমাগম হয় আজকের ইফতার মাহফিলে। যাকে শরীয়তপুর জেলার সর্ববৃহৎ ইফতার মাহফিল বলা চলে।
আজকের ইফতার মাহফিলে জামেয়ার মুহতামিম মাওলানা আবু বকর, সিনিয়র মুহাদ্দিস ও শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মুফতি শফিউল্লাহ খান, সেক্রেটারি আলহাজ্ব চাঁন শরীফ মোল্লা ও সর্বশেষ সভাপতি আলহাজ্ব আঃ রব মুন্সী মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব ও নির্মাণাধীন মাদ্রাসা মসজিদের ব্যাপারে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় আলোচকগণ মাদ্রাসার নির্মাণাধীন প্রায় এক কোটি টাকা বাজেটে মাদ্রাসা মসজিদের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। সর্বশেষ জামেয়ার মুহতামিম মাওলানা আবু বকর সাহেবের মুনাজাতের মধ্য দিয়ে ইফতারের মাহফিল সমাপ্ত হয়।
Leave a Reply